দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের বিষয় আলোচনা করতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বৈঠকে বসবেন মঙ্গলবার দুপুর ২টায়।
২৩ জানুয়ারি,সোমবার সাংবাদিকদের দুপুর ১টায় আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান সিইসি।
এ প্রসঙ্গে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। ৯০ দিনের হিসাব শুরু হবে ২৪ এপ্রিল থেকে (পূর্ববর্তী) ২৩ জানুয়ারি পর্যন্ত। সে হিসেবে ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন শেষ করতে হবে।