বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ বগুড়া জেলা শাখা। আজ বুধবার (২৫ জানুয়ারী) বেলা ১২টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় তারা এই কর্মসূচী পালন করে।
স্বৈরাচারী সরকারের পদত্যাগ এবং বর্তমান সংসদ বাতিলের দাবী তুলে আয়োজিত বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেনÑ দেশের বর্তমান সরকার ব্রিটিষ্টদের চেয়েও ভয়াবহ হয়ে উঠেছে। অবিলম্বে তত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচনর দিন। তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধিার প্রতিবাদও করেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন- জেএসডি’র কেন্দ্রিয় সদস্য রেজাউল বারী দিপন, গণ অধিকার পরিষদের যুগ্ম আহব্বায়ক ছাগির মজুমদার, মো. ছাত্র অধিকার পরিষদের বগুড়া জেলা সভাপতি মিজানুর রহমান পলাশ, জেএসডি বগুড়া জেলা সভাপতি মনিরুজ্জামান বাচ্চু, গণসংহতি আন্দোলনের সমন্ময়ক মো. আব্দুল রশিদ, নাগরিক ঐক্যের সভাপতি এম শামিম উদ্দীন আহমদ, গণতন্ত্র মঞ্চ নেতা মো. মামুনুর রশিদ, মো. আব্দুল মান্নান, মো. সাকিব প্রধান, আবু সাইদ, আবু জাফর, নূরুজ্জামান জুয়েল, থৌফিক ঈমান, ফারুক আহম্মেদ চেীধুরী, আবুল কালাম, জাকারিয়া, আশরাফুল, সৈকত, আরাফাত, শাওন প্রমূখ।